BRAKING NEWS

মণিপুর : নিজের সার্ভিস বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা এডিজিপির, অবস্থা সঙ্কটজনক

ইমফল, ১৮ জুলাই (হি.স.) : রাজ্য পুলিশের সদর দফতরে নিজের শরীরে গুলি করেছেন মণিপুরের এডিজিপি (আইন-শৃঙ্খলা) অরবিন্দ কুমার। গুরুতর আহত অবস্থায় তাকে ইমফলের রাজ মেডিসিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন, জানানো হয়েছে পুলিশ সূত্রে।

শনিবার দুপুরে ২ নম্বর মণিপুর রাইফেলস গ্রাউন্ডে অবস্থিত রাজ্য পুলিশের সদর দফতরে নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করেন মণিপুর ক্যাডরের ১৯৯২ ব্যাচের আইপিএস অরবিন্দ কুমার। ঘটনা প্রসঙ্গে মুখ্যসচিব জে সুরেশ বাবু জানান, অরবিন্দ কুমারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন এবং চিকিৎসকদের সাথে কথাও বলেছেন। সাথে তিনি যোগ করেন, অরবিন্দ কুমারের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি পাঠানো হবে।

অরবিন্দ কুমার ইতিপূর্বে ইন্টেলিজেন্স ব্যুরোর যুগ্ম অধিকর্তা ছিলেন। তাঁর এই আত্মঘাতী পদক্ষেপের কারণ সম্পর্কে এখনও কিছুই জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *