নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আরও একবার দেশের বাইরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। সেক্ষেত্রে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই চিহ্নিত করল সংযুক্ত আরব আমিরশাহিকে। শুক্রবারের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শর্তসাপেক্ষে আমিরশাহিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাটছাঁট করে আইপিএল হতে পারে ৫ থেকে ৬ সপ্তাহের টুর্নামেন্টে৷ ইঙ্গিত পেয়ে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিল দুবাই ক্রিকেট সংস্থা।
বিসিসিআই ধরে নিচ্ছে টি-২০ বিশ্বকাপ বাতিল হতে চলেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিতের কথা জানালে সরকারি অনুমতির জন্য আবেদন করবে বিসিসিআই। জানতে চাওয়া হবে, ঘরের মাঠে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা। খতিয়ে দেখা হবে ভারতেই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা। যদি করোনা পরিস্থিতি অনুকূল না হয়, তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
এই ইঙ্গিত পেয়েই আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিল দুবাই ক্রিকেট সংস্থা। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলাগুলি হতে পারে৷ এখানে আইসিসি-র অ্যাকাডেমিও রয়েছে। দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়ে দিলেন, তারা আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি রাখছে। তিনি বলেন, ‘স্টেডিয়ামে ন’টা পিচ রয়েছে। অল্প সময়ের মধ্যে যা অনেক ম্যাচ আয়োজন করতে পারা যাবে। পিচ যাতে ঠিক থাকে, সেইজন্য আপাতত আর কোনও ম্যাচ এখানে খেলা হবে না।