নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম হয়ে আগরতলা পর্যন্ত পণ্য আনার জন্য জাহাজ রওয়ানা দিয়েছে৷ কেন্দ্রীয় জাহাজ দফতরের রাষ্ট্রমন্ত্রী মানসুখ মান্দাভিয়া পরীক্ষামূলক ওই পণ্য পরিবহণের সূচনা করেছেন৷ ঐতিহাসিক এই পদক্ষেপ ভারতীয় সামুদ্রিক ক্ষেত্র এবং উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বলে দাবি করেন তিনি৷
বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে চুক্তির বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে পণ্য পরিবহণ শুরু হয়েছে৷ বৃহস্পতিবার কলকাতা বন্দর থেকে জাহাজ রড বহন করে নিয়ে গেছে৷ কলকাতা থেকে জলপথে ওই পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছবে৷ সেখান থেকে বাংলাদেশি ট্রাকে এগুলি ত্রিপুরায় যাবে৷ দুটি কন্টেনারে রড পশ্চিম ত্রিপুরায় যাবে এবং দুই কন্টেনারে ডাল অসমের করিমগঞ্জে চলে যাবে৷
এদিন নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে ওই পরীক্ষামূলক পণ্য পরিবহণের সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মানসুখ মান্দাভিয়া৷ এ-উপলক্ষ্যে তিনি বলেন, এই নৌ রুট দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে৷ বাংলাদেশের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের স্বল্প দৈঘর্ে্যর রুট হিসেবে পরিচিতি লাভ করবে৷ তাঁর মতে, চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ ভারত-বাংলাদেশ সামুদ্রিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷
পরীক্ষামূলকভাবে ত্রিপুরার জন্য জলপথে পণ্য পরিবহণের সূচনা হয়েছে৷ এটি সমগ্র ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিরাট সাফল্য বলে দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মানসুখ মানদাভিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷
বৃহস্পতিবার এক টুইট বার্তায় কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের সামুদ্রিক ক্ষেত্রে আজ ঐতিহাসিক দিন৷ বাংলাদেশের সমুদ্র বন্দরের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল এখন সমগ্র ভারতের সাথে যুক্ত হয়েছে৷ আজ পরীক্ষামূলক পণ্য পরিবহণে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে ত্রিপুরা ও অসমের উদ্দেশ্যে জাহাজ রওয়ানা দিয়েছে, বলেন তিনি৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার পাল্টা টুইট করে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷ করোনা- প্রকোপের মাঝেও এই পদক্ষেপের জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পুনরায় এক টুইট বার্তায় বলেন, অত্যন্ত আনন্দ ভাগ করে নিচ্ছি, আজ জাহাজে করে রড বোঝাই দুটি এবং ডাল বোঝাই দুটি কন্টেনার কলকাতা বন্দর থেকে রওয়ানা দিয়েছে৷ ওই জাহাজ ২০ কিংবা ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এবং সেখান থেকে সড়কপথে ২৬ জুলাই আগরতলা আইসিপি-তে আসবে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আজ বিরাট সাফল্য হাতে এসেছে৷