BRAKING NEWS

উত্তরপ্রদেশের সংক্ষিপ্ত লকডাউন নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার

লখনউ, ১৪ জুলাই (হি. স.): উত্তরপ্রদেশে সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউন নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।গত শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সাময়িক সময়ের জন্য লকডাউন জারি করা হয়েছিল গোটা উত্তরপ্রদেশে। এই প্রসঙ্গে রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই নয়া প্রয়োগ সমাপ্ত হওয়ার পর রাজ্যজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৬৪।  এই স্বল্প সময়ে লকডাউনকে বেবি লকডাউন হিসেবে আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা জানতে চেয়েছেন যে এই বেবি লকডাউন জারি করে কি লাভ হয়েছে। কারণ করোনা ক্রমাগত বেড়েই চলেছে।এর পেছনে সরকারের আসল উদ্দেশ্যটা জনগণকে বলা উচিত। 

মঙ্গলবার নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ গতকাল (সোমবার) লকডাউনের বেবি প্যাক সমাপ্ত হয়েছে। আর কালই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৬৪। এর থেকে স্পষ্ট লকডাউন করে করোনাকে কোনভাবেই রোখা যাবে না। টেস্টিং করা এবং কন্টাক্ট ট্রেসিং এর কাজে গাফিলতি হয়েছে।লকডাউনের এই বেবি প্যাক তবে কি তাহলে অন্য কিছুর জন্য। এর পেছনে কী কারণ রয়েছে সেটা সকলকে জানানো উচিত।’ 

প্রিয়াঙ্কা নিজের এই টুইট বার্তায় একটি রিপোর্ট শেয়ার করেছেন। যেখানে দেখানো হয়েছে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে করোনা পরীক্ষা হার অত্যন্ত কম।উত্তরপ্রদেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৪৯২৯ টেস্টিং হয়েছে। উত্তরপ্রদেশের পেছনে রয়েছে শুধুমাত্র বিহার। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার গোটা জুলাই মাস পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার করে লকডাউন জারি করার ঘোষণা করেছেন। কংগ্রেসের তরফ থেকে এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে করে কি ফায়দা হবে সেটা বহু জনগণ বুঝতে পারছে না বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *