নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.): দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে কমছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রতর তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্পেশাল ডিউটি অফিসার রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার ৩.৪ শতাংশ।১০ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার হার ছিল ৩১ শতাংশ।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজেশ ভূষণ জানিয়েছেন, গোটা দেশে প্রতি ১০ লাখে ৬৫৭ জন আক্রান্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে নিহত হওয়ার হার ২.৬ শতাংশ। কয়েকটি রাজ্যে এই হার এক শতাংশেরও কম। বিভিন্ন রাজ্যে করোনা পরীক্ষার হার বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশিকা অনুযায়ী প্রতি ১০ লাখে ১৪০ জনের পরীক্ষা করা সঠিক পদক্ষেপ। এই মানদণ্ডে উতরে গিয়েছে দেশের ২২ রাজ্য। দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৫ লক্ষ ৭১ হাজার. বর্তমান পরিস্থিতিতে সক্রিয় আক্রান্তের রিকভারি রেট ১.৮ গুণের বেশি।