দেহরাদুন, ১৪ জুলাই (হি. স.): একান্তবাসে (কোয়ারেন্টাইন) গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা শ্যাম জাজু।এর জেরে বিভিন্ন দলীয় রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাজু।একান্তবাসের যাবতীয় নিয়ম মেনে তিনি রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি দেবেন্দ্র ভাসিন জানিয়েছেন, ১২ জুলাই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ভাসিন জানিয়েছেন, ওইদিন দলীয় কার্যালয় একাধিক রাজনৈতিক কার্যক্রমে যোগ দেওয়ার কথা ছিল জাজুর। কিন্তু রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্তর ফলে শ্যাম জাজুকে একান্তবাসে থাকার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে নিয়ে নিজেকে একান্তবাসে করেছেন শ্যাম জাজু।এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির তরফে জানানো হয়েছে যে বিজেপি সবসময় সরকারি বিধি নিষেধ মেনে কাজ করে চলে।কিন্তু কংগ্রেস বিধি – নিষেধ ক্রমাগত ভেঙে চলেছে।