নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): রাশিয়ার কলাসনিকোভ রাইফেলসের উৎপাদন ভারতের মাটিতে এখনো শুরু হয়নি।ফলে বাধ্য হয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সিগ সাউর কোম্পানি থেকে ৭২ হাজার সিগ – ৭১৬ অ্যাসল্ট রাইফেল কিনতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
আসলে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মার্কিন আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক কোম্পানি থেকে দূরপাল্লার লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম সিগ-৭১৬ অ্যাসল্ট রাইফেল ৭২৪০০ কিনেছিল ভারত। প্রথম পর্যায়ে কেনা এই রাইফেলগুলিকে সন্ত্রাস দমনের জন্য ব্যবহার করেছে সেনাবাহিনী। ৭.৬২ × ৫১ মিমি ক্যালিবারের এই আগ্নেয়াস্ত্র ৬৪৭ কোটি টাকা দিয়ে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়োরমেন্ট এর মাধ্যমে কেনা হয়েছিল। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে আরও এই ধরণের ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর হাতে এই রাইফেল একবার চলে এলে বাতিল হয়ে যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্সাস রাইফেল।
চলতি বছরের মার্চে পাকিস্তান এবং চিন সীমান্ত লাগোয়া এলাকায় প্রহরারত সেনাবাহিনীর জওয়ানদের জন্য ১৬ হাজার ৪৭৯ টি ইজরাইলি লাইট মেশিনগান কেনার জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু ১৫ লক্ষ ভারতীয় সেনা জওয়ানদের জন্য এই সংখ্যাটা নেহাতই কম ছিল। ফলে ফের একবার মার্কিন ওই কোম্পানি থেকে আগ্নেয়াস্ত্র কিনতে হচ্ছে ভারতকে।
উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশের আমেথিতে রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে একে ২০৩ রাইফেল তৈরি করার কথা। কিন্তু সেই প্রক্রিয়া এখনও কার্যকর করা হয়নি।