নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হল চাটার্ড একাউন্ট এর পরীক্ষার নির্ঘণ্ট। পূর্বনির্ধারিত ২৯ জুলাই যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আই সি এ আই সুপ্রিম কোর্টকে সোমবার জানিয়েছে যে পড়ুয়ারা এই পরীক্ষা দেওয়ার সুযোগ নভেম্বরেও পাবে। আদালত সেই সংক্রান্ত অনুমতি দিয়েছে।
২ জুলাই আই সি এ আই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল করোনার বাড়বাড়ন্তের জেরে কয়েকটি রাজ্যে লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। ফলে গোটা দেশে একসঙ্গে পরীক্ষা নেওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।আই সি এ আই আইনজীবী রামজি শ্রীনিবাসন আদালতকে জানিয়েছেন যে গত শুনানির পর থেকে এখনও পর্যন্ত প্রতিদিন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা লাফিয়ে বাড়ছে।কয়েকটি রাজ্যে করোনা পজেটিভ এর সংখ্যা বেড়েই চলেছে। দ্রুততার সঙ্গে সেগুলি বেড়ে চলেছে।ফলে দেখার বিষয় আছে এক সঙ্গে গোটা দেশে পরীক্ষা আয়োজন করা যাবে কিনা।