নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.): ইতিবাচক বিরোধী দলের ভূমিকা পালন করবে কংগ্রেস। দলের লোকসভার সাংসদদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে এই বার্তাই দিলেন কংগ্রেসের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধী।শনিবারের এই বৈঠকে দলের ৫২ জন সংসদে উপস্থিত ছিলেন।জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি সরকারের ব্যর্থতাগুলি নিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সোনিয়া গান্ধী করেছেন।
বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, করোনা সংকট থেকে তৈরি হওয়া সমস্যাগুলির সমাধানে করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার।দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়তে শুরু করেছে।সরকারের ভুল নীতির কারণে মূল নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। আগামী দিনের লোকসভার অধিবেশন গুলিতে কংগ্রেস যে লাদাখে, করোনা সংকট সহ একাধিক প্রসঙ্গ উত্থাপন করতে চলেছে।সেটা এদিনের বৈঠকের থেকে স্পষ্টভাবে বোঝা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে এই বৈঠকে কে সুরেশ, আব্দুল খালিক, গৌরব গগৈ রাহুল গান্ধীকে ফের কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করার আহ্বান করেছেন।