কাঠমাণ্ডু, ১০ জুলাই (হি.স.): সারারাত প্রবল বর্ষণের জেরে একাধিক ভূমিধসে নেপালের গণ্ডকী অঞ্চলের কাসকি ও লামজুং জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের। কাসকি পুলিশের বিএসপি সুবাস হামাল জানিয়েছেন, শুক্রবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ পোখারা মেট্রোপলিটন সিটির সারাংকোট গোথাডিতে ভূমিধসের জেরে একটি বাড়িতে ধস নামে, এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ পাঁচজনের। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। জন্মদিন উপলক্ষ্যে ওই বাড়িতে সকলে উপস্থিত ছিলেন, ভোররাতে আচমকাই বাড়িটিতে ধস নামে।
এছাড়াও পোখারা-২৫-এর হেমজায় একজনের মৃত্যু হয়েছে এবং পোখারা-২৬-এর পৈইতেদণ্ডতে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। লামজুংয়ে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজন সদস্যের। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ লামজুংয়ের বেসিসহর মিউনিসিপ্যালিটিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।