BRAKING NEWS

পালানোর চেষ্টা ব্যর্থ, পুলিশের গুলিতে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবের

কানপুর, ১০ জুলাই (হি.স.): উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গুলিতে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার, কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবের। কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে উত্তর প্রদেশের কানপুরে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু শুক্রবার সকালে কানপুরের কাছেই উত্তর প্রদেশ এসটিএফ-এর কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রের খবর, ওই গাড়িতেই ছিল বিকাশ, গাড়ি উল্টে যাওয়ার পরই একজন পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হিস্ট্রি-শিটার বিকাশ দুবে। বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ। বিকাশকে উদ্ধার করে কানপুরের এলএলআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অভিযুক্ত বিকাশের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায় ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে গাড়িতে করে উজ্জয়িনী থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল বিকাশ দুবেকে। শুক্রবার সকালে উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কনভয়ের একটি গাড়ি উল্টে যাওয়া মাত্রই পালানোর চেষ্টা করে বিকাশ। তখনই গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় বিকাশ দুবের।

কানপুর পশ্চিম-এর এসপি জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় আহত একজন পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়, তখনই পুলিশ কর্মীদের লক্ষ্য করে সে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশ দুবের।

প্রসঙ্গত, গত ৩ জুলাই মধ্যরাতের কিছু পরে বিকাশকে ধরতে কানপুরে বিকারু গ্রামে গিয়েছিল পুলিশের একটি টিম। কিন্তু, সেই গ্রামে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র-সহ ৮ জন পুলিশ কর্মী। বাকি ৭ জনের মধ্যে তিনজন সাব-ইন্সপেক্টর এবং চারজন পুলিশ কনস্টেবল। পুলিশের পাল্টা গুলিতে ওই রাতেই মৃত্যু হয় দু’জন অপরাধীর। কিন্তু, বিকাশ সেদিন থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবারই উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় বিকাশকে, শুক্রবার সকালে পালানোর পুলিশের গুলিতে কুখ্যাত এই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *