নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): করোনার মারণ দৌরাত্ম্যে জেরবার গোটা ভারতবর্ষ। আক্রান্তের নিরিখে তিন নম্বর স্থানে উঠে এসেছে ভারত।প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতে গোষ্ঠী সংক্রমণে তত্ত্ব খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. হর্ষবর্ধন। বৃহস্পতিবার হর্ষবর্ধন জানিয়েছেন, বৈঠকে বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিয়েছেন যে ভারতে করোনার গোষ্ঠীর সংক্রমণ হয়নি। দেশের কয়েকটি স্থানীয় জায়গায় সংক্রমণ অতিরিক্ত বেশি।কিন্তু সার্বিক ভাবে দেশে কোনও গোষ্ঠী সংক্রমণ হয়নি।দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ধারণাটা বুঝতে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। বর্তমানে প্রতি ১০ লাখে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩৮।অন্যদিকে গোটা বিশ্বে প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা ১৪৫৩। করোনায় ভারতে মৃত্যুর হার প্রতি ১০ লাখ ১৫। গোটা বিশ্বে সেখানে মৃত্যুর হার ৬৮. ৭ শতাংশ।ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। আক্রান্ত সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে ২১ দিন। দেশজুড়ে ২১৬০০০০০ মাস্ক বন্টন করা হয়েছে। পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে ১২১০০০০০। ৮৯৪৩ ভেন্টিলেটর দেওয়া হয়েছে। এদিন কেন্দ্রের একদল মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন হর্ষবর্ধন। বৈঠকে ছিলেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। অন্যদিকে বৃহস্পতিবার নতুন করে গোটা দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২৪৮৭৯।

