নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): এ যেন সর্ষের মধ্যেই ভূত।কানপুর এনকাউন্টার কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।পুলিশি অভিযানের আগে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে থানা থেকে ফোন করে সতর্ক করে দেওয়া হয়েছিল।তার জেরেই আগে থেকে সতর্ক হয়ে বিকাশ দুবে পুলিশের ওপর গুলি চালায়।রবিবার বিকাশ দুবের ধৃত সহযোগী দয়া শংকর অগ্নিহোত্রী এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।পুলিশি জেরার কাছে ভেঙে পড়ে তিনি এই কথা জানিয়েছেন।
এদিন সকালে কল্যাণপুর থেকে দয়া শংকর অগ্নিহোত্রীকে গ্রেফতার করে পুলিশ।জেরায় সে স্বীকার করে যে পুলিশি অভিযানের আগে থানা থেকে বিকাশ দুবেকে সতর্ক করে দেওয়া হয়েছিল। সর্তকতা অবলম্বন করে বিকাশ নিজের ২৫ থেকে ৩০ জন অনুগামীকে ডেকে পাঠান।তাদেরকে পুলিশের উপর গুলি চালানোর নির্দেশ দেয় সে।এই কারণেই এক ডিসিপি সহ আট পুলিশ কর্মীর মৃত্যু হয়। বর্তমানে বিকাশ দুবে কোথায় আছে তা নিয়ে সন্দিহান তদন্তকারী আধিকারিকরা।এর দুইটি তথ্য সামনে এসেছে। প্রথমদিকে দাবি করা হচ্ছে বিকাশ দুবে নেপালে পালিয়ে। আর দ্বিতীয়ত দাবি করা হয়েছে যে সে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রয়েছে।