BRAKING NEWS

জাতীয় সড়কে বাগবাসায় কুড়ি লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ জুলাই৷৷ আবারও উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার বাগবাসা আউটপোস্টের আওতাধীন ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ৷মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২১ প্যাকেট গাজা উদ্ধার করে পুলিশ৷উদ্ধারকৃত গাজার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা৷সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল(৩২) কে৷এই নেশা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধার, ধর্মনগর থানার ওসি মিলন দত্ত, বাগবাসা আউটপোস্টের ওসি দীপাল রুদ্র পাল৷



এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রের ভিত্তিতে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে চা পাতা প্যাকেটের ভেতরের থেকে ২১ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ৷ যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা৷ সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল (৩২) পিতা-মৃত গিরেন্দ্র শীলকে৷তার পারি খোয়াইয়ের তেলিয়ামুড়ায়৷ পাশাপাশি ধর্মনগর থানায় একটি এনডিপিস অ্যাক্টে মামলা নিয়ে তদন্তে নেমে পড়েছে বাগবাসা আউটপোস্টের পুলিশ৷



পুলিশ সুপার আরো জানান, ওই মিনি ট্রাকটি আগরতলার লেম্বু ছড়ার একটি টি গার্ডেন থেকে চা পাতা নিয়ে তার ভেতরে করে ২১ প্যাকেট গাঞ্জা নিয়ে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলো৷ উনি আরো জানান এই গাঁজা পাচার চক্রের সাথে জড়িত গাজা পাচার চক্রটিকে খুব শীঘ্রই জালে তুলবে পুলিশ৷



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *