নয়াদিল্লি, ৫ জুলাাই (হি. স.): পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তু দলের সঙ্গে বৈঠকে মিলিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের সর্বহারা উদ্বাস্তুদের আশ্বাস দিয়ে অমিত শাহ জানিয়েছেন যে এদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং শীঘ্রই তাদের নাগরিকত্ব দেওয়া হবে।
শনিবার দিল্লির শিখ গুরুদ্বারের প্রবন্ধক কমিটির মনীন্দ্র সিং সির্সা নেতৃত্বে এই হিন্দু উদ্বাস্তুরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। উদ্বাস্তুদের দাবি যে সকল হিন্দুরা পাকিস্তান থেকে পর্যটক, আধ্যাত্মিকতার জন্য ভারতে এসেছে তাদের অবিলম্বে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক। পাকিস্তান থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত হিন্দুদের বেশিরভাগ অংশই দিল্লির মাজনু কা টিলা গুরুদ্বার সাহেবের উত্তরে যমুনার পাড়ে তাঁবু খাটিয়ে থাকছে। বাকিদের অনেকেই দিল্লির রোহিনী এলাকার ৯ এবং ১১ নম্বর সেক্টরে রয়েছে। বৈঠকে পাকিস্তানের সংখ্যালঘুরা যে বিপন্ন সেই দিকটি উঠে এসেছে।