নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ধলাই জেলায় ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে৷ রবিবার ধলাই জেলার গয়ারাম পাড়ার ৭ বছরের এক শিশুর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম ধরীন্দ্র ত্রিপুরা, তার বাড়ি মানিকপুর থানা এলাকার গয়ারাম পাড়ায়৷ প্রচন্ড জ্বরে ভুগছিল ধরীন্দ্র ত্রিপুরা নামে ৭ বছরের ঐ শিশুটি৷ রবিবার তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷
ধলাই জেলা হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় শিশুটির৷ ধলাই জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল৷
মুমূর্ষ জনক অবস্থায় শিশুটিকে রবিবার ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ চিকিৎসকরা তাকে চিকিৎসার সুযোগ দেওয়ার চেষ্টা করেন৷ এদিনই সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধরীন্দ্র ত্রিপুরা নামে ঐ ৭ বছরের শিশুটি৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গয়ারামপাড়া সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ঐ সব লোকজনরাও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে বলেও প্রাথমিক আশঙ্কা করা হচ্ছে৷ জরুরি পরিস্থিতিতে ঐ সব এলাকায় চিকিৎসক দল পাঠানোর দাবি উঠেছে৷
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ম্যালেরিয়া মোকাবিলা সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা সঠিক ভাবে পরিচালনা করা স্বাস্থ্য দপ্তরের পক্ষেও অনেকটাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও সর্বত্র নজরদারি বজায় রাখতে পারছেন না৷ ফলে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে৷ বিশেষ করে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ ইতিপূর্বেও ধলাই জেলার গন্ডাছড়ার একাধিক স্থানে ম্যালেরিয়া থাবা বসিয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের জরুরি পদক্ষেপের ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে৷ অবিলম্বে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির করার জন্য দাবী জানানো হয়েছে৷