BRAKING NEWS

বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন শান্তিরবাজারের কিছু সব্জী ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুন৷৷ বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে দোকান করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হচ্ছে শান্তির বাজারের কিছু সংখ্যক সব্জী ব্যাবসায়ীদের৷ আজ শান্তির বাজারের সাপ্তাহিক বাজার বার৷  এই সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে শান্তির বাজারের গ্রামীন এলাকার কিছুসংখ্যক কৃষক উনাদের উৎপাদিত ফসলনিয়ে বাজারে বিক্রি করারজন্য আসেন৷  কিন্তু দেখাযায় যে সকল সব্জী বিক্রেতা প্রতিনিয়ত কৃষকদের কাছথেকে সব্জী ক্রয়করে বিক্রি করে তারা আরামের সহিত সেডঘরে সব্জী বিক্রিকরে৷  কিন্তু পকৃত কৃষকরা উনদের উৎপাদিত ফসলগুলি নিয়ে বাইরে বসতেহয়৷  এতেকরে বর্ষার সময় উনাদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়৷ 

আজ সকালথেকে বৃষ্টি হবার কারনে কিছু সংখ্যক কৃষক ছাতা মাথায় দিয়ে আর কিছুসংখ্যক কৃষক বৃষ্টিতেই ভিজে উনাদের উৎপাদিত ফসল বিক্রি করারজন্য বসে রয়েছে৷  বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে সমস্যার সন্মুখিন হতেহয়৷  অপরদিকে দেখাযায় সেডঘরে থাকা সব্জী বিক্রেতারা প্রতিনিয়ত কৃষকদের তুলনায় চওড়া দামে সব্জী বিক্রিকরে৷  অধিক মুনফারলক্ষ্যে সেডঘরে থাকা সব্জী বিক্রেতারা সব্জীবিক্রিকরে৷ 

তাই অধিকাংশ ক্রেতা বৃষ্টির জলে ভিজেও সব্জী ক্রয় করারজন্য বাইরের দোকানগুলিতে ছুটেযায়৷  তাই গ্রামীন এলাকার কৃষকদের দাবী বাজার কমিটি উনাদের ব্যাবসার সুবিধার্থে অস্থায়ীভাবে ছাউনিদিয়ে সেডঘর বানিয়ে দিলে উনারা খোবই উপকৃত হবেন৷  এতেকরে কৃষকরা এই বর্ষায় কোনোপ্রকার দোকানদারী করে উনাদের পরিবার চালাতে পারবেন৷  এখন দেখার বিষয় এই ছোটখাটো সব্জী বিক্রেতাদের উন্নয়ন স্বার্থে পৌর নিগম ও বাজার কমিটি কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *