নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): নাইজেরিয়ায় আইসিস জঙ্গিদের হামলা অব্যাহত । শনিবার ফের হামলা হামলা চালাল বিশ্ব ত্রাস আইসিস । জানা গেছে, শনিবার রাতের ওই হামলায় মৃত্যু হয়েছে ৬০ জনের। যার মধ্যে ২০ জন সেনাকর্মী। সেইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে দেড়শো জন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাইজেরিয়ার মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে শুক্রবারই ৮১ জনকে হত্যা করে জঙ্গিরা। তার দুদিন আগেই আরেকটি প্রত্যন্ত গ্রামে হানা দিয়ে ৫৯ জনকে মারে আইসিস বাহিনী।
আর শনিবারের হামলা আরও মারাত্মক। সেনা এলাকার দখল নিতে এলে রকেট লঞ্চার-সহ তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২০ জন সেনা-সহ ৬০ জনের। প্রায় তিনঘণ্টা ধরে গুলিযুদ্ধ। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে গেলে সেখানেও জায়গা হয়নি। ফলে বাইরে অপেক্ষা করতে-করতে মৃত্যু হয় অনেকের।
জঙ্গিরা জাতিসংঘের মানবাধিকারকর্মীদের থাকার জায়গাও পুড়িয়ে দিয়েছে। উড়ে গেছে স্থানীয় থানাও। বাইক এবং ট্রাকে করে এসে হামলা চালায় জঙ্গিরা। ফিরে যাওয়ার সময় স্থানীয়দের আঞ্চলিক ভাষায় লিফলেট বিলি করে যায় তারা। লিফলেটে তাদের সেনাবাহিনী কিংবা সরকারের সঙ্গে কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।