নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৮ জুন৷৷ ফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে বাধা দেওয়া হল৷ ঘটনা বক্সনগরে৷ সমস্যা নিরসনের জন্য প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়া নিমার্ণের ক্ষেত্রে অসামাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রাজ্য প্রশাসন তৎপর হয়েছে৷ মে-জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে৷ সিপাহীজলা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৮.৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷
এই অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সিপাহীজলা জেলা শাসক সি কে জমাতিয়া সহ এক প্রতিনিধি দল গত ১৩ মে বক্সনগর সীমান্ত পরিদর্শন করে ও বাকি যে ৩৫২ মিটার কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে তা সম্পন্ন করার নির্দেশ দেয়৷ সেই মোতাবেক কাজ শুরু হয়৷ কাজ শুরু হতেই বাধা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে৷ এই সমস্যা নিরসনে সোমবার আবারও জেলা শাসকের নেতৃত্বে এক প্রতিনিধিদল এলাকাটি সফর করেছেন৷ প্রতিনিধি দলে ছিলেন, এসডিপিও, এসডিএম, এডিএম, বিডিও, বিএসএফ ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট৷ প্রতিনিধি দলটি বক্সনগর ব্লকে একটি বৈঠকে মিলিত হন৷ তারপর এলাকা সফর করেছেন৷
এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, জেলা সভাপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ৷ প্রতিনিধিরা স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন এবং তারা আশাবাদি নির্ধারিত সময়ের মধ্যেই বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হবে৷