BRAKING NEWS

সোমবার থেকে দেশজুড়ে চলবে ২০০টি স্পেশাল ট্রেন

নয়াদিল্লি, ৩১ মে (হি. স.):  সোমবার থেকে দেশজুড়ে চলবে ২০০ টি স্পেশাল ট্রেন। এর ফলে  উপকৃত হবে সাধারণ মানুষ বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

রবিবার টুইট বার্তায় রেলমন্ত্রী জানিয়েছেন, এই ২০০ টি স্পেশাল ট্রেনের মধ্যে রয়েছে ৫ জোড়া দুরন্ত, সম্পর্ক ক্রান্তি, ১৭ জোড়া শতাব্দি ও পূর্বা এক্সপ্রেস এর মতন ট্রেন। এছাড়াও থাকবে ৭৩ টি সুপার ফাস্ট ট্রেন।আরআইসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিটের অগ্রিম বুকিং করা যাবে রেলের টিকিট এর সাথে ক্যাটারিং এর দাম যুক্ত নয়। স্টেশনে শুধুমাত্র কনফার্ম টিকিট ধারী ব্যক্তি আসতে পারবেন এছাড়া আসতে পারবেন আরএসি টিকিটধারী যাত্রীরা। ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে আসতে হবে যাত্রীদের। তাদের যাবতীয় থার্মাল স্ক্রীনিং পরীক্ষা হবে। স্টেশনে আসা ট্রেনে চড়া এবং স্টেশন থেকে ট্রেন থেকে নামার সময় মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *