নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ মে৷৷ ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ঊনকোটি জেলাশাসক অফিসে ৮ দফা দাবিতে মঙ্গলবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এই আন্দোলন কর্মসূচিতে শামিল হন৷
ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ৷ তারা জেলাশাসক অফিসে তাদের স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে যেসব কর্মসূচি ঘোষণা করেছে সেগুলোর সঠিক বাস্তবায়ন করা হচ্ছে না৷ নির্মাণ শ্রমিক পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের প্রয়োজনীয় সাহায্য আবেদন জানিয়েছে কংগ্রেস দল৷
অটোচালক, গাড়িচালকসহ অন্যান্য শ্রমিকদের এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করা হলেও কোন জেলায় কোন মোটর শ্রমিক টাকা পাননি বলে অভিযোগ করা হয়৷ এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে তারা আবেদন জানান৷ সরকার ও প্রশাসন স্বচ্ছতা বজায় রেখে কাজ না করলে কংগ্রেস দল আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷