BRAKING NEWS

লাগাতার বৃষ্টি, অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বিস্তীর্ণ এলাকা জলের নীচে

গোয়ালপাড়া (অসম), ২৫ মে (হি.স.) : গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে থই থই এলাকার নদী নালা, খাল বিল, চাষের খেত সমস্ত কিছু। 

অসমের পাশাপাশি প্রতিবেশী মেঘালয়ের গারোপাহাড়েও গত তিনদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই, দুধনৈ, জিনারি, দেওশিলা ইত্যাদি নদী উপনদীগুলোর জল বইছে জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল ও কৃষিজমির ওপর দিয়ে। অন্যদিকে জেলার আগিয়া-লক্ষ্মীপুর মূল সড়ক গারোপাহাড়ের জলের স্রোতে ভেঙে গেছে। কৃষ্ণাইয়ের পাখিরিগুড়ি, বেকিপুল, তেপাকোণা, মোলানডুবি, খেরমোহরা, জ্যোতিনগর সমেত বেশ কিছু এলাকার বহু পরিবারের ঘর দুয়ার বন্যার জলে ডুবে গেছে। 

এদিকে নিরন্তর বৃষ্টিপাতের ফলে কৃষ্ণাইয়ের ১৭ নম্বর জাতীয় সড়কের ওপরে পৰ্যন্ত জল উঠে গেছে। জলের স্ৰোতে কৃষ্ণাইয়ে হাওরাঘাট বাঁধ ভেঙে যাওয়ার ফলে আশপাশের বিস্তীৰ্ণ অঞ্চলের ঘরবাড়ি সমেত চাষের ক্ষেত সমস্ত কিছু জলের তলায়। একদিকে করোনাজনিত আতঙ্ক, তার ওপর লকডাউন, এর ওপর নতুন আপদ বন্যার ফলে গবাদি পশু নিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *