নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : জাতীয় রাজধানী দিল্লি-তে করোনা-র সংক্রমণের কারণে আজ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাতে, দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪ হয়েছে। একই সময়ে, দিল্লিতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৬৫৯।
বৃহস্পতিবার দিল্লি সরকার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুসারে, রাজ্যে এখন পর্যন্ত করোনার ১১,৬৫৯টি ঘটনা প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫৬৭ জন সুস্থ হয়েছেন এবং আরও ১৮ জন মারা গেছেন। তবে জারি করা স্বাস্থ্য বুলেটিনে দিল্লি সরকার ওই ১৮ টি মৃত্যু কখন ঘটেছে তা উল্লেখ করেনি। এরই সাথে দিল্লি-তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৪। বুধবার এই সংখ্যা ছিল ১৭৬। এছাড়াও বর্তমানে করোনা আক্রান্তের ৫৮৯৮টি সক্রিয় মামলা রয়েছে। দিল্লিতে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা ৬৪৮-তে নেমে এসেছে। এর সাহায্যে ২৭৩৯ জন লোককে বাড়িতে একান্তবাস করা হয়েছে। দিল্লি সরকার এখন পর্যন্ত ১,৫৪,৩৮৫ জনের নমুনা পরীক্ষা করেছে।