BRAKING NEWS

হু-র বার্ষিক বৈঠকে করোনা সংক্রমণের উৎস খুঁজতে চিনের বিরুদ্ধে তদন্তের দাবি ভারত-সহ ৬২টি দেশের

জেনেভা, ১৮ মে (হি.স.): করোনা সংক্রমণের উৎস খুঁজতে চিনের বিরুদ্ধে তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর কাছে দাবি জানাল ভারত-সহ বিশ্বের ৬২টি দেশ। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম বার্ষিক বৈঠকে এই দাবি জানানো হয়েছে।  শুধু করোনাভাইরাসের সংক্রমণই নয়, পাশাপাশি এই মহামারী সম্পর্কে ‘হু’-এর ভূমিকা নিয়েও স্বতন্ত্র তদন্তের আহ্বান জানানো হয়েছে।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কাঠগড়ায় চিন। কারণ, সেদেশের উহান প্রদেশ থেকেই প্রথম সংক্রমণের খবর মেলে। আর এনিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বহু দেশ। যদিও বেজিংয়ের তরফে একাধিক বার ভাইরাসের সূত্র অন্য কোনও দেশে বলে দাবি করা হয়েছে।  তবে সোমবার থেকেই শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৩তম বার্ষিক সভা । এই বৈঠকের অংশীদার হচ্ছে ভারতও। এদিন ভিডিও কনফারেন্সের এই বৈঠকে দাবি করা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের শিকড় ও তার যাত্রাপথ সম্পর্কে সবিস্তারে অনুসন্ধান করা হোক। এই প্রসঙ্গে করোনার আতুরঘর হিসেবে পরিচিত চিনের উহান শহরে তদন্তের গুরুত্ব অনেক।  শুধু করোনাভাইরাসের সংক্রমণই নয়, পাশাপাশি এই মহামারী সম্পর্কে ‘হু’-এর ভূমিকা নিয়েও স্বতন্ত্র তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে যে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, তাতে করোনাভাইরাসের সংকটের বিষয়ে ‘নিরপেক্ষ, স্বাধীন ও বিস্তারিত’ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

করোনা ভাইরাসের উৎস নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া প্রথম থেকেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এখন তারা বিশ্বের বাকি করোনা আক্রান্ত দেশের সমর্থন জোগাড় করতে শুরু করেছে। এই তদন্তের খসড়া প্রস্তাবে যেসব দেশ সমর্থন দিয়েছে তাঁদের মধ্যে ভারত ছাড়া অন্যান্য বড় দেশগুলির মধ্যে রয়েছে জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং কানাডা।

বিশ্ব জুড়ে করোনার সংক্রমণের পরই এর উৎস নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকা বার বারই এই সংক্রমণের জন্য চিনকে দায়ী করেছে। শুধু তাই নয়, কী ভাবে এই সংক্রমণ ছড়াল, তা নিয়ে তদন্তের দাবিও তোলে তারা। সংক্রমণ ঠেকাতে ব্যর্থ  হওয়ার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে হু-র বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে হু-র ভূমিকা কতটা নিরপেক্ষ ছিল, তা নিয়ে এ বার তদন্তের দাবি উঠল।

করোনাভাইরাস নিয়ে নিরপেক্ষ তদন্তে হু-কে সামিল করার বিষয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেইন। তিনি বলেন, “হু-কে  করোনারভাইরাসের তদন্ত করতে দেওয়া অনেকটাই ‘শিকারিকে শিকার বন্ধ করে বনাঞ্চলের দেখাশোনা করতে দেওয়ার’ মতোই বিষয়।

গত বছরের নভেম্বরে করোনার সংক্রমণ শুরু হয় চিনের হুবেই প্রদেশে। ভরকেন্দ্র ছিল উহান। তার পর সেখান থেকে বিশ্বের ১৮৫টি দেশে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৭ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষের। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি আমেরিকার। তার পরই রয়েছে রাশিয়া, ব্রিটেন, ব্রাজিল, স্পেনের মধ্যে মতো দেশগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *