গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : খুব শীঘ্ৰই দিল্লি থেকে ৬৯ জন জামাতি অসমে ফিরে আসছেন। তিনটি বাসে করে গত শনিবার তাঁরা দিল্লি থেকে রওয়ানা হয়েছেন। মঙ্গল নয়-তো বুধবার তাঁরা গুয়াহাটি এসে পৌঁছবেন। দিল্লির সুলতানপুরী এলাকায় গত ৪৫ দিন ধরে কোয়ারেন্টাইনে ছিলেন অসমের ওই সকল জামাতিরা। তাদের শরীরে কোভিড-১৯ রয়েছে কিনা পরীক্ষা করে দেখা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে।
অসমের বিভিন্ন জেলার এই ৬৯ জন লোক প্ৰত্যেকেই দিল্লির নিজামউদ্দিন মরকজে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতে যোগ দিয়েছিলেন। ফইজল আব্বাস নামের এক ব্যক্তি তাঁদের অসমে ফিরে আসার ক্ষেত্ৰে সাহায্য করেছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমকে আব্বাস জানিয়েছেন, প্ৰত্যেক জামাতিকে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার পরই দিল্লি সরকার তাঁদের অসমে ফিরে আসার অনুমতি দিয়েছে। তাঁর কথায়, কোয়ারেন্টাইনে থাকাকালীন রমজান মাস শুরু হওয়ার ফলে তাঁদের সকলের ইফতারের জন্য ফলমূল, পানীয় জল সরবরাহ করে যত্ন নিয়েছে দিল্লি সরকার।
উল্লেখ্য, দিল্লির নিজামউদ্দিন মরকজে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতে অংশগ্ৰহণকারী একাংশ কোভিড-১৯ আক্ৰান্ত ছিলেন। তাঁদের শরীর থেকেই দেশে বেশিরভাগ মারণ এই ভাইরাসের সংক্ৰমণ বাড়তে শুরু করে। মাৰ্চে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতের অনুষ্ঠানে মালয়েশিয়া, সৌদি আরব সমেত করোনা আক্ৰান্ত বিভিন্ন দেশ থেকে প্ৰতিনিধিরা অংশগ্ৰহণ করেছিল। তার পর দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হলে ওই পরিস্থিতিতে তাঁদের অধিকাংশ আত্মগোপন করেন। দেশে মহামারির সংক্ৰমণ আরও ছড়াতে শুরু করে। ইত্যবসরে তবলিগ-ই জামাতের প্ৰধান মৌলানা সাদ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে থেকে এখনও পৰ্যন্ত গা ঢাকা দিয়ে আছে তবলিগ-ই জামাতের প্ৰধান মৌলানা সাদ।