মুম্বই, ৮ মে (হি. স.) : করোনার জেরে পরীক্ষা না দিয়েই পরবর্তী বর্ষে উত্তীর্ণ মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।শুক্রবার মহারাষ্ট্রের উচ্চশিক্ষা মন্ত্রী উদয় সামান্ত ঘোষণা করেছেন, সংক্রমণ ও লকডাউনের জেরে পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে ।
এদিন তিনি জানিয়েছেন, শুধুমাত্র শেষ বর্ষের (ফাইনাল ইয়ার) পড়ুয়াদের পরীক্ষায় বসতে হবে। বাকি সমস্ত বিশ্ববিদ্যালয়ের সব পড়ুয়াই পরীক্ষা ছাড়াই পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবেন। তিনি আরও জানিয়েছেন, শেষ বর্ষের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে। তবে যে সকল পড়ুয়া পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ হচ্ছেন তাঁদের মূল্যায়ণ প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি মহারাষ্ট্র সরকার।
উল্লেখ্য, মহারাষ্ট্রে ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে সেখানে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। এমনিতেই করোনার জেরে গোটা দেশে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয়ে গিয়েছে যাবতীয় ক্লাস ও পরীক্ষা। তার মাঝেই এই সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।