মুম্বই, ৪ মে (হি.স.) : লকডাউনের দুঃস্থদের দেওয়া গমের প্যাকেটের মধ্যে টাকা তিনি রাখেন নি । সোমবার এমনটাই জানালেন বলিউড তারকা আমির খান । সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সোমবার টুইটারে আমির লেখেন, ‘বন্ধুরা, গমের প্যাকেটে আমি টাকা রাখা ব্যক্তি আমি নই। এটা পুরোপুরি ভুয়ো খবর বা রবিন হুড নিজের পরিচয় প্রকাশ করতে চান না।’
লকডাউনের পরিস্থিতিতে চরম আর্থিক সংকটে পড়েছেন দেশের অসংখ্য মানুষ। সাহায্যের হাত বারিয়েছেন আমির খানও। দুঃস্থদের এক কিলোগ্রাম করে গমের প্যাকেট দেন তিনি। সেই গমের প্যাকেটে ছিল ১৫,০০০ টাকা নগদ টাকা । দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। ভিডিয়োয় দাবি করা হয়েছে, গমের পরিমাণ কম হওয়ায় তা অনেকেই নিতে অস্বীকার করেছেন। তবে অনেকেই সেই প্যাকেট নিয়েছেন। আর প্যাকেট খুলতেই তাঁরা চমকে ওঠেন। কারণ প্যাকেটের মধ্যে নগদ ১৫,০০০ টাকা রয়েছে। যাঁদের সবথেকে বেশি প্রয়োজন, শুধুমাত্র তাঁরা যাতে সাহায্য পান, তা নিশ্চিত করতে আমির এরকম কাজ করেছেন বলে ভিডিয়োয় দাবি করা হয়।
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সোশ্যাল মিডিয়ার আমিরের চিন্তাভাবনা তারিফ করেন অনেকেই। তবে সোমবার খোদ আমির জানিয়ে দিলেন, গমের প্যাকেটে তিনি টাকা দেননি। এরপরও আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।