BRAKING NEWS

এনএলএফটির চাঁদার নোটিশ তৈদুতে, ধৃত তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজ্যের যে কোন নির্বাচন এগিয়ে আসলেই পাহাড়ে উগ্রবাদীদের আনাগুনার আচ পাওয়া যায়৷ কখনো আগ্ণেয়াস্ত্র নিয়ে কাওকে ভয় দেখানো, আবার কখনো চাঁদা বাজি করতে৷ তবে এই এডিসি নির্বাচনের আগেও দেখা দিচ্ছে উগ্রপন্থার আনাগুনা৷ ঘটনা গোমতি জেলার তৈদু থানার অন্তর্গত৷


ঘটনার বিবরমে প্রকাশ, গত ফেব্রুয়ারির মাসের ১০ তারিখ তৈদু এলাকার বেশ কয়েকজনকে উগ্রবাদী দল এন এল এফ টি- এর চাঁদার রসিদ দিয়ে আসে রাতে৷ সে সময় থেকে এলাকার মানুষ অনেকটাই চিন্তিত, কারন কিছু দিন আগেই ঘটে ছিলো তৈদু বাজারে বিশাল বড় অগ্ণিকান্ড৷ তার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি তৈদুবাসী৷ এর মধ্যে আবার চাঁদার রশিদ৷ তবে এই খবর পৌছে যায় পুশিসের গোয়েন্দা শাখায়৷ এরপর থেকেই রাজ্য পুলিশের একটি টিম পাকরাও করতে কোমর বেঁধে নেমেছে ময়দানে৷ যার ফলশ্রুতিতে চলতি মাসের ২৬ তারিখ উদয়পুর কিল্লা থেকে বয়ার জমাতিয়াকে আটক করে তৈদু থানার পুলিশ৷ এর পর তাকে অমরপুর কোর্টে সোপর্দ করা হয়৷


৪ দিনের রিমান্ড চাওয়া হয়৷ এই রিমান্ড সময়ে অনেক তথ্য বের হয়ে আসে৷ আর সেই তথ্য অনুযায়ী রবিবার রাতে তৈদু এলাকা থেকে আরো তিন জনকে আটক করা হয়৷ আটক তিন জন হল মহেন্দ্র কলই, জেরি কলই এবং বাটা জমাতিয়া৷ তাদের বর্তমানে অমরপুর বিরগঞ্জ থানার পুশিস কাস্টডিতে রাখা হয়েছে৷ এই চার জনের মধ্যে দুজন আত্মসমর্পণকারী মহেন্দ্র কলই এবং বয়ার জমাতিয়া৷ সুত্রের খবর এই চাঁদা বাজির পেছনে রাজনৈতিক একটা বড়সড় হাত রয়েছে৷ যার জন্য এই রকম পরিবেশ সৃষ্টি হয় নির্বাচনের প্রাক মূহুর্তে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *