নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ আজ ৩ মার্চ ত্রিপুরায় ক্ষমতার পালা বদলের দ্বিতীয় বছর পূর্তি৷ তাই, মঙ্গলবার দিনের শুরুতেই মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজকের দিনটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি মুক্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে৷
২০১৮ সালে এমনি এক সূযর্োদয় দীর্ঘ ২৫ বছরের অন্ধকার যুগের অবসান করবে, তা হয়ত অনেকেই ভাবেননি৷ কিন্তু বেলা যত গড়িয়েছিল, দিনের আলোর মত সব পরিষ্কার হয়ে গিয়েছিল৷ ত্রিপুরায় প্রথমবার বিজেপি-আইপিএফটি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামফ্রন্টকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল৷ ৩ মার্চ, এই তারিখটি তাই ত্রিপুরার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ আজ ত্রিপুরায় ক্ষমতার পালা বদলের ২ বছর পূর্তি৷ তাই, দিনের শুরুতেই মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজকের দিনটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি মুক্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে৷
আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় লেখেন, ২০১৮ সালে আজকের দিনেই ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি রাজ্যবাসীর দেওয়া ঐতিহাসিক জনাদেশ প্রকাশিত হয়েছে৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷ তিনি আরও লেখেন, আমার বিশ্বাস বহুকাঙ্খিত, সমৃদ্ধ ও স্বাবলম্বী রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সফল হবই৷ মুখ্যমন্ত্রী সকল ত্রিপুরাবাসীকে এদিক আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷
আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সস্ত্রীক উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে পূজা দিয়েছেন৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি জানিয়েছেন, আজ সকল ত্রিপুরাবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করেছি৷ আজ এক বিশেষ দিন, যখন দুই বছর আগে বিজেপি বিপুল জনাদেশ পেয়েছিল৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও ছিলেন৷
এদিকে, পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ প্রতিমা ভৌমিকও সকল ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি এক ফেইসবুক বার্তায় বলেন, যাঁদের আশীর্বাদে ২০১৮ সালে আজকের দিনেই ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি-আইপিএফটি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সকল কার্যকরতা এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, এই সরকার ত্রিপুরাবাসীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে প্রতিজ্ঞাবদ্ধ৷