নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংহের জামিনের আবেদনের আজ ফের ত্রিপুরা হাইকোর্টে শুনানি হয়েছে৷ আগামী ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অরিন্দম লোধ৷
এ বিষয়ে পিপি বতন দত্ত বলেন, রাজ্যে সর্ববৃহৎ আর্থিক ঘোটালায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংহ এখন জেল হেফাজতে রয়েছেন৷ তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ও তথ্য সংগ্রহ করতে পেড়েছেন তদন্তকারী অফিসাররা৷ তিনি বলেন, আজ ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিংহের জামিনের আবেদনের শুনানি হয়েছে৷
রতন দত্ত বলেন, ওয়াই পি সিংহের স্ত্রী অর্চনা সিংহ সিআরপিসি-র ৪৩৯ ধারার অন্তর্গত তাঁর স্বামীর জামিনের আবেদন করেন৷ আজ বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ওই জামিনের আবেদনের শুনানি হয়েছে৷ গত ২৭ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানি হয়েছিল৷
তখন আদালত কেস ডায়েরি চেয়েছিল৷ আজ ফের আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ ওই দিন আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য বিচারপতি লোধ নির্দেশ দিয়েছেন৷ সম্ভবত, ওই দিন ওয়াই পি সিংহের জামিনের আবেদনের ফয়সালা হতে পারে৷