BRAKING NEWS

উত্তর-পূর্বাঞ্চলের নাটক নিয়ে প্রাগজ্যোতিষ নাট্য উৎসব আজ থেকে আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আগরতলা প্রাগজ্যোতিষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল সুকল অব ড্রামা৷ আগামী ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এই উৎসসব পালিত হবে৷ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে ১ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় এই উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সঞ্জয় গাঙ্গুলি এবং সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করবেন সান্তনু বোস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ন্যাশনাল সুকল অব ড্রামার ত্রিপুরা শাখার সেন্টার অধিকর্তা বিজয় কুমার সিং৷


তিনি বলেন, ১ মার্চ ইরিকুটি মিরিকুটি, ২ মার্চ রাজ অতিথি, ৩ মার্চ অভিবাদন মেগবেথ, ৪ মার্চ জালিয়ানওয়ালা বাগ এবং ৫ মার্চ ওয়াকসা নাটক ওই উৎসবে প্রদর্শিত হবে৷ তিনি আরো জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ অসমরে গুয়াহাটিতে এবং ৩ মার্চ থেকে ৭ মার্চ অরুণাচল প্রদেশের ইটানগরে প্রাগজ্যোতিষ উৎসব পালিত হবে৷ একই নাট্য গ্রুপ অসম, মনিপুর এবং ত্রিপুরায় নাট্য প্রদর্শন করবে৷ শ্রী সিং আরো জানিয়েছেন, রাজ অতিথি ও ওয়াকসা এই দুটি নাটক জাতীয় স্তরে উৎসবে প্রশংসা কুড়িয়েছে৷


প্রসঙ্গত, ন্যাশনাল সুকল অব ড্রামার নয়াদিল্লি শাখার দায়িত্ব প্রাপ্ত অধিকর্তা সুরেশ শর্মার উদ্ধৃতি দিয়ে বিজয় কুমার সিং জানিয়েছেন, পূবর্োত্তর উৎসব নাম বদলে প্রাগজ্যোতিষ উৎসব হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *