নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : হিংসাদীর্ণ উত্তরপূর্ব দিল্লি পরিদর্শন করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশদের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জনগণ এখন সন্তুষ্ট। আইন ব্যবস্থার প্রতি আস্থাশীল থাকা উচিত। পুলিশ নিজেদের কাজ করে চলেছে।
উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে থেকে হিংসা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলা করার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। হিংসায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৮৯। আপের তরফ থেকে সেনা মোতায়নের দাবি তোলা হয়েছে ।