নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ফের জয়ী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): নয়াদিল্লি কেন্দ্র থেকে জয়ী হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল | ২১,৬৯৭ ভোটের ব্যবধানে তিনি হারালেন বিজেপি প্রার্থী সুনীল যাদবকে ৷

গত ৮ ফেব্রুয়ারি হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় মঙ্গলবার সকাল থেকেই নিজের কেন্দ্র নয়াদিল্লিতে ভাল ব্যবধানে এগিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । ভোটের ফল প্রকাশ যতই এগোয়, দিল্লিতে স্পষ্ট হয়ে যায় আপ-এর ক্ষমতা ফেরার ইঙ্গিত ৷ সেই সঙ্গে নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রার্থী অরবিন্দ কেজরিবাল অনেকটাই এগিয়ে যান৷ তাঁর থেকে বহু যোজন পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুনীল যাদব৷ শেষ পর্যন্ত | ২১,৬৯৭ ভোটের ব্যবধানে নিজের আসন দখলে রাখেন কেজরিবাল।

এদিকে তাঁর দল আম আদমি পার্টি ৭০ আসন বিশিষ্টি দিল্লি বিধানসভায় ৬২টি আসনে জয়ী হয়েছে | অন্যদিকে, বিজেপি দখল করেছে ৮টি আসন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *