নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি. স.) : ঘাটতি কমাতে এবার এলআইসিতে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল সরকার। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মল সীতারমণ ঘোষণা করলেন, সরকার এলাআইসির অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা স্পষ্ট করেনি সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, গত অর্থবছরে রাজকোষে ঘাটতির পরিমাণ ছিল জিডিপির ৩.৮ শতাংশ। আগামী অর্থবছরে এই ঘাটতির পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই উদ্দেশ্যেই এলআইসিতে বেসরকারি বিনিয়োগ চাইছে কেন্দ্র। ঘাটতি কমানোর লক্ষ্যে এলআইসির অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। অর্থাৎ, এলআইসির মালিকানা এখন আর পুরোপুরি সরকারের হাতে থাকবে না। তা আংশিভাবে হলেও বেসরকারি হাতে চলে যাবে। সেক্ষেত্রে এলআইসির কোটি কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। এলআইসির পাশাপাসি আইডিবিআই ব্যাংকেও অংশীদারিত্ব বিক্রি করা হবে। আরও বেশ কয়েকটি সরকারি সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার।