BRAKING NEWS

একজোট হয়ে সিএএ-এনআরসির বিরুদ্ধে লড়তে হবে, বার্তা মমতার

কলকাতা,  ১৩ জানুয়ারি (হি.স.): একজোট হয়ে পড়ুয়াদের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথায় আন্দোলন ভুল পথে পরিচালিত হবে বলেই মত তার। সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে তাই একজোট থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এদিন দিল্লিতে সিএএ বিরোধী সোনিয়া গান্ধীর ডাকা সর্বদলীয় বৈঠকে গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী। যদিও তা আগেই জানিয়েছিলেন তিনি।

এদিন রানি রাসমনি এভিনিউ তে ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এই আন্দোলনকে ভেস্তে দিতে অনেকেই চেষ্টা চালাবে| তাই সকলে একজোট থাকো মানুষের স্বার্থে আন্দোলন কর।” পাশাপাশি এদিন তিনি বাম ও কংগ্রেসকে নাম না করেই নিশানা করেছেন| জানিয়েছেন, “কেউ কেউ বাসে আগুন দিয়েছে| সেটা প্রচার পেতেই করেছে। হিংসা কখনও আন্দোলন হয় না। সিএএ বিরোধী আন্দোলনকে হিংসাত্মক রূপ দিয়ে কয়েকজন সংবাদমাধ্যমে মুখ দেখাতে চাইছে| কিন্তু এর ফলে আন্দোলন ভুল পথে পরিচালিত হবে।”

শনিবার দুদিনের সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী   । সেদিন তার সাথে রাজভবনে ১৫ মিনিটের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও তিনি জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রীকে। পরে ফের তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির থেকে সিএএ ও এনআরসির বিরুদ্ধে গলা চড়ান। বুঝিয়ে দেন যতই প্রধানমন্ত্রীর সাথে জন্য সাক্ষাৎ করুন না কেন সিএএ ও এনআরসি রাজ্যের শাসক দল মানছে না।

সোমবার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ছাত্র সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,  “পাবলিসিটি পাওয়ার জন্য আন্দোলন করে অনেকে| পড়ুয়ারা তা করবে না| শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান এই আন্দোলন করছে এমন নয়, গোটা দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালযয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *