BRAKING NEWS

ত্রিপুরা বিধানসভা অধিবেশন আগামী ১৭ই

আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভার শীতকালীন তথা বিশেষ অধিবেশন আগামী ১৭ জানুয়ারি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই তথ্য দিয়ে জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি ত্রিপুরা বিধানসভার শীতকালীন তথা বিশেষ অধিবেশন শুরু হবে। প্রথা অনুযায়ী প্রতি ইংরেজি বছরের প্রথম বিধানসভার অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। শিক্ষামন্ত্রী জানান, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সংরক্ষণ আরও ১০ বছর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই রাজ্যেও ওই সংরক্ষণ লাগু করার ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই, বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিল আনবে ত্রিপুরা সরকার, বলেন তিনি।

এদিন তিনি আরও জানান, বিধানসভা অধিবেশন কতদিনের হবে তা বিএসি সিদ্ধান্ত নেবে। তবে, আগামী মার্চে পুনরায় বিধানসভা অধিবেশন বসবে। তাই, শীতকালীন অধিবেশন কতদিনের হবে এখনই বলা যাচ্ছে না। তাঁর কথায়, জরুরি ভিত্তিতে এই অধিবেশন ডাকা হয়েছে। কারণ, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সংরক্ষণের সুযোগ ত্রিপুরায়ও কার্যকর করা খুবই জরুরি। সেক্ষেত্রে বিধানসভা অধিবেশনের আগে ন্যূনতম ১৫ দিন সময় দেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *