BRAKING NEWS

বীর সাভারকর প্রসঙ্গে এবার কংগ্রেসকে আক্রমণ করল এনসিপি

মুম্বই, ৪ জানুয়ারি(হি.স.) : বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত পুস্তিকা প্রকাশ ইস্যুতে এবার কংগ্রেসকে আক্রমণ করল এনসিপি| এবিষয়ে কংগ্রেসের সমালোচনা করে ওই বিতর্কিত পুস্তিকা তুলে নিতে বলেছেন এনসিপির মুখপাত্র তথা মহা আঘাড়ি জোটের মন্ত্রী নবাব মালিক |

বৃহস্পতিবার থেকে ভোপালে শুরু হওয়া কংগ্রেস সেবাদল কর্মীদের দশ দিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের মাঝে ‘বীর সাভারকর কিতনে বীর’ নামের পুস্তিকা বিলি করা হয়েছে। এতে সাভারকার সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে | এই প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দেগে নবাব মালিক বলেন, ‘নীতিগত বিরোধ থাকলেই যে ব্যক্তিগত আক্রমণ করতে হবে বা কুরুচিকর মন্তব্য করতে হবে এরকম নয়। এভাবে আপত্তিজনক বিষয় লেখা উচিত নয়। এই পুস্তিকাটি তুলে নেওয়া উচিত।’

সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের এই পুস্তিকা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেখানে বিনায়ক দামোদর সভারকারকে ‘সমকামী’ আখ্যা দেওয়া হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে সাভারকরের সঙ্গে সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের।সাভরকরের সঙ্গে নাথুরাম গডসের সম্পর্ক ছাড়াও সেখানে বলা হয়েছে, আরএসএস ও সাভরকরই ভারত ভাগের জন্য দায়ী। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে একাধিক বিতর্কিত বিষয়   উঠে এসেছে ওই পুস্তিকায় ।

‘বীর সাভারকর কিতনে বীর’ নিয়ে আগেই শিবসেনার মুখপাত্র কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বীর সাভারকর এক মহান ব্যক্তি ছিলেন। একটি রাজনৈতিক দলের একাংশ ক্রমাগত তাঁর বিরুদ্ধে কথা বলে যায়। এতেই স্পষ্ট যে তাদের মাথায় কতটা ময়লা জমে।’

এদিকে কংগ্রেসের এই পুস্তিকা নিয়ে বিরোধিতা করেছে বিজেপিও | বিজেপির পক্ষ থেকে বলা হয়, ‘বীর সাভারকারকে ইন্দিরা গান্ধী শ্রদ্ধা করতেন বলেই সাভারকারের নামে তৈরি হয়েছে স্ট্যাম্প। ফলে কংগ্রেস ওই পুস্তিকা যেন ‘তথ্য সঠিক’ করে প্রকাশ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *