ঢাকা, ২ জানুয়ারি (হি.স.) : গত দু মাসে ভারত থেকে ৪৪৫ জন অনুপ্রবেশ করেছে। গত এক বছরে এর সংখ্যা প্রায় এক হাজার। আমরা নিশ্চিত হয়েছি, তারা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম এই অনুপ্রবেশের সংখ্যা জানালেন। ঢাকায় সাংবাদিক সম্মেলনে বিজিবি ডিজি জানান, যেসব বাংলাদেশি ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করছে তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে পাড়ি দিয়েছেন বা পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন জারির পর পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাদের কেউ কেউ ধরা পড়েন।
ভারতে ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কোনও নরম মনোভাব দেখানো হবে না। নাগরিকত্ব সংশোধনী আইন জারি করে বলা হয়েছে, প্রতিবেশী মুসলিম বহুল দেশগুলির অ-মুসলিমদের ভারতের নাগরিক হতে চাইলে তারা সুযোগ পাবেন। এই আইনটি জারি ঘিরে ভারতের বিতর্ক চরমে। তারই মাঝে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে আসতে থাকেন বলে জানা গিয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশের ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের মন্তব্যে পরিষ্কার হয়েছে সেই তথ্য।