নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) বিহার, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশজুড়ে কার্যকর করা হবে জাতীয় নাগরিকপঞ্জী। রবিবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং।
এদিন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে বলতে গিয়ে বর্ষীয়ান এই বিজেপি নেতা জানিয়েছেন, সিএএ সংসদে পাশ হওয়া আইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্বের মানুষদের আশ্বস্ত করেছেন যে সিএএ-র ফলে তাদের কোনও ক্ষতি হবে না। কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখায়। তখন তা বড়ই বেদনাদায়ক। এই সকল পড়ুয়াদের উস্কেছে রাহুল গান্ধী। নাগরিকত্ব ছিনিয়ে দেওয়া নয়। নাগরিকত্ব প্রদানই এই আইনের লক্ষ্য। গোটা বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে বিরোধী দলগুলি রাষ্ট্রবিরোধী।
উল্লেখ করা যেতে পারে ধর্মীয় কারণ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মের কারণে নিগৃহীত হয়ে ভারতে চলে আসা অমুসলমান ভারতীয় নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে।