BRAKING NEWS

৮৪০টি সুকল বেসরকারি হাতে তুলে দেবার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ শিক্ষা অধিকার ও শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাজধানী আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুহনিতে ছাত্র অবস্থান সংগঠিত করেছে এসএফআই এবং টিএসইউ৷ ছাত্র অবস্থান থেকে সরকারি সুকল বেসরকারিকরণ বন্ধ করা সহ ১৪ দফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে৷


বিজেপি -আইপিএফটি জোট সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর চরম আঘাত নামিয়ে আনার চক্রান্ত করছে বলে ঘোরতর অভিযোগ এনেছেন বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ৷ যৌথ সংগঠনের উদ্যোগে ১৪ দফা দাবিতে বুধবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে ছাত্র অবস্থান সংগঠিত করা হয়৷ ছাত্র অবস্থান থেকে দাবি তোলা হয়েছে ৯৬১টি সরকারি সুকল বন্ধ করা থেকে সরকারকে বিরত থাকতে হবে, ৮৪০টি সুকল বেসরকারি হাতে তুলে দেবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷ ছাত্র অবস্থানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ৷ ছাত্র অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষাকে সার্বজনীন করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল৷

১০০ শতাংশ ছেলেমেয়ের সুকলে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরাতেই প্রথম মিড ডে মিল চালু করা হয়েছিল৷ স্টাইপেন্ড দ্বিগুণ করা হয়েছিল৷ কংগ্রেস সরকারের আমলে ছাত্রদের দাবি আদায়ের আন্দোলনে দমনপীড়ন নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার শিক্ষাকে বেসরকারি করণের পথে হাঁটছে বলে তিনি উল্লেখ করেন৷


মিড ডে মিলের মতো প্রকল্প বেসরকারি হাতে তুলে দিচ্ছে এই সরকার৷ এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, বামফ্রন্ট সরকার এরাজ্যে ক্ষমতায় আসার পরই শিক্ষাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে এসেছিল৷ জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে এরাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটও তিনি তুলে ধরেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *