BRAKING NEWS

নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা, কটাক্ষ শিবরাজের

দাতিয়া(মধ্যপ্রদেশ), ২৩ নভেম্বর (হি.স.) : নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা বলে শনিবার জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, জনাদেশ বিজেপির পক্ষে গিয়েছে। মহারাষ্ট্রে সফল ভাবে বিজেপি সরকার গঠন করেছে। কোনও পক্ষেই যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ফলে নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস সরকার গঠন করলে, তা মহারাষ্ট্রের জন্য ক্ষতিকারক হত। বিগত পাঁচ বছরে দেবেন্দ্র ফড়ণবিশের নেতৃত্বাধীন বিজেপি সরকার অসাধারণ কাজ করেছে। জনকল্যাণের জন্য স্থায়ী সরকার দিতে বদ্ধপরিকর বিজেপি।

একই কথা বলেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গরকরি। কংগ্রেস ও এনসিপিকে কটাক্ষ করে নীতিন গরকরি জানিয়েছেন, ক্রিকেট এবং রাজনীতিতে যে কোনও কিছুই হতে পারে।

উল্লেখ করা যেতে পারে এদিন সকালে সমস্ত জল্পনা উল্টে দিয়ে  রাজভবনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিশ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *