BRAKING NEWS

ঝাড়খণ্ড এখন নকশালমুক্ত, গভীর রাতেও মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন : জে পি নাড্ডা

লাতেহার (ঝাড়খণ্ড), ২২ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে এবারের বিধানসভা নির্বাচন কলঙ্কের সরকার এবং পাঁচ বছরের নিষ্কলঙ্ক সরকারের মধ্যে| পাঁচ বছর আগে পর্যন্ত ঝাড়খণ্ডের যা পরিস্থিতি ছিল, তা কারও কাছে গোপন নয়| শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে এমনই মন্তব্য করেছেন বিজেপির কার্যকরী সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| এদিন ঝাড়খণ্ডের লাতেহার জেলার চন্দবা সদর ব্লকের অন্তর্গত ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা| নির্বাচনী জনসভায় জে পি নাড্ডা বলেছেন, ‘ঝাড়খণ্ডে এবারের বিধানসভা নির্বাচন কলঙ্কের সরকার এবং পাঁচ বছরের নিষ্কলঙ্ক সরকারের মধ্যে| পাঁচ বছর আগে পর্যন্ত ঝাড়খণ্ডের যা পরিস্থিতি ছিল, তা কারও কাছে গোপন নয়| চরমপন্থার কারণে দুর্দশার মধ্যে কাটছিল সাধারণ মানুষের জীবন| কিন্তু, পাঁচ বছরের মধ্যেই নকশালবাদ পুরোপুরি খতম করেছেন রঘুবর দাস| এখন গভীর রাতেও মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন|’

এদিনের নির্বাচনী জনসভায় ৩৭০ অনুচ্ছেদ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে জে পি নাড্ডা বলেছেন, ‘কংগ্রেসের জন্যই ৭০ বছর ভারত থেকে বিচ্ছিন্ন ছিল কাশ্মীর| কাশ্মীরের তিনটি পরিবার সমগ্র কাশ্মীরকে শোষণ করেছে| ৩৭০ অনুচ্ছেদের কারণে কাশ্মীরে দুর্নীতি দমন আইন কার্যকর হয়নি, সেই সুযোগ নিয়ে কাশ্মীরকে শোষণ করেছে তিনটি পরিবার| ৩৭০ অনুচ্ছে বিলুপ্তির পরই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে| শীঘ্রই সমস্ত দুর্নীতিগ্রস্ত পরিবার জেলের হাওয়া খাবে|

তিন-তালাক ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে জে পি নাড্ডা বলেছেন, যৌতুক, বাল্য বিবাহ, সতীদাহ প্রভৃতির মতো কুপ্রথা যখন দেশ থেকে নির্মূল করা হয়েছে, তাহলে কংগ্রেস কেন তিন-তালাক প্রথাকে বিলুপ্ত করতে চায়নি? বিশ্বের সমস্ত বড় বড় মুসলিম দেশে তিন-তালাককে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে| তা সত্ত্বেও ভারতে তিন-তালাক কলঙ্ক ছিল| মোদীজির দক্ষ নেতৃত্বের কারণেই বিশ্বের বড় বড় দেশ এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী| আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি এখন জ্বলজ্বল করছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *