BRAKING NEWS

রাম মন্দির গড়তে হিন্দুদের সঙ্গে হাত মেলানো উচিত মুসলমানদের, দাবি বাহাদুর শাহের বংশধরের

নয়ডা, ১০ নভেম্বর (হি.স.) : সৌভ্রাতৃত্বের নজির তৈরি করে অযোধ্যায় রাম মন্দির গড়তে হিন্দুদের সঙ্গে হাত মেলানো উচিত মুসলমানদের বলে জানিয়েছেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জফরের বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন তুসি। 


শনিবার অযোধ্যা মামলার সুপ্রিম কোর্টের রায়দানকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইয়াকুব হাবিবুদ্দিন তুসি জানিয়েছেন, আনন্দের সঙ্গে এই সিদ্ধান্তকে সবার মেনে নেওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্ব বোধের নজির গড়তে হিন্দুদের পাশাপাশি রাম মন্দির গড়তে মুসলমানদেরও এগিয়ে আসা উচিত। 


উল্লেখ করা যেতে পারে এর আগে ইয়াকুব হাবিবুদ্দিন তুসি রাম মন্দির গড়ার জন্য একটি সোনার ইট দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই তিনি সেই সোনার ইট তুলে দেবেন। 


শনিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায় যে অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিতেই নির্মাণ হবে রাম মন্দির| মুসলমানেরা মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই বিকল্প ৫ একর জমি পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *