BRAKING NEWS

মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কোন আইন কি উত্তরপ্রদেশ সরকার তৈরি করেছে, জানতে চাইল দেশের শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : মন্দির এবং ধর্মীয়স্থানগুলির দেখভালের জন্য কোনও আইন কি রাজ্য সরকার তৈরি করেছে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে অবস্থিত ৩০০ বছরের পুরনো শ্রীমঙ্গলা বেলা ভবানী মন্দির মামলায় রাজ্য সরকারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের উচিত এই সংক্রান্ত বিষয় আইন তৈরির চিন্তা ভাবনা করা উচিত রাজ্য সরকারের। এমন আইন তৈরি হলে রাজ্য সরকার এই সকল মামলায় মন্দির এবং অন্যান্য ধর্মীয়স্থানগুলির দেখাভালে দায়িত্ব প্রশাসন নিজের হাতে নিতে পারবে। এই সংক্রান্ত আইন তৈরিতে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে কিনা তা জানাতে হবে আদালতকে।

এদিন শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের এডিশনাল চিফ সেক্রেটারি। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দির দেখভালের জন্য কেন্দ্রীয় আইন রয়েছে, অন্যান্য রাজ্যগুলিও এই বিষয়ে আইন তৈরি করেছে। তবে এখনও কেন উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে আইন তৈরি করায়নি। রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয় মন্দির পরিচালন সমিতির সঙ্গে কথা বলতে চান তারা। বিপুল ভক্তরা প্রমাণী হিসেবে টাকা দেয়। যার পরিমাণ বিপুল। এতে যে কেউ আকর্ষিত হতে পারে। উত্তরপ্রদেশে একাধিক মন্দির রয়েছে যেখানে রক্ষণাবেক্ষণ নিয়ে বিবাদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *