নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ কৃিষি পণ্য বিক্রয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে আইন সংশোধনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা৷ আগামী বিধানসভা অধিবেশনে ত্রিপুরা এগ্রিকালচার প্রডিউস মার্কেট এক্ট ১৯৮০ তৃতীয় সংশোধনী বিল আনবে ত্রিপুরা সরকার৷
এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় নিয়ন্ত্রিত বাজার রয়েছে ২১টি৷ এছাড়া ওই সমপর্যায়ের বাজার রয়েছে আরও ৮৪ টি৷ ওই বাজারগুলিকে পর্যায়ক্রমে সরকারি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ওই বাজারগুলি ছাড়া ত্রিপুরায় ছোট-ছোট ৫৫৪টি বাজার রয়েছে৷ যা সরকার নিয়ন্ত্রণ করে না৷
এদিন জানান, কেন্দ্রীয় সরকার ই-এনএএম একটি প্রকল্প শুরু করেছে৷ তাতে, বাজারগুলির উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷ ওই প্রকল্পের সুযোগ পেতেই আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, ওই আইন সংশোধন হলে পাইকারি বিক্রেতাদের একটি লাইসেন্সে সারা ত্রিপুরায় ব্যবসা করার সুযোগ মিলবে৷ তাছাড়া, ফল ও সবজির পাইকারি বিক্রেতাদের লাইসেন্স প্রয়োজন হবে না৷ সাথে তিনি যোগ করেন, ওই প্রকল্পের অধীন ই-মার্কেট চালু হবে৷
তাতে, কেন্দ্রীয় সরকার প্রত্যেক বাজারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করবে এবং ওই টাকা খরচ করে পরিকাঠামো গঠন করা হবে৷ তাঁর দাবি, ই-মার্কেট গঠন করা হলে মুম্বাইতে বসে মানুষ ত্রিপুরার গন্ডাছড়ায় বাজারে আনারস কিনতে পারবেন৷ তাই, ওই আইনের সংশোধনী বিল দ্রুত পাস করাতে চাইছে ত্রিপুরা সরকার, বলেন তিনি৷