BRAKING NEWS

সোমবার দুই লোকসভা ও ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন, শেষ হল প্রচার

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : আগামী সোমবার ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের পাশাপাশি বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা এই দুটি লোকসভা আসনেও উপ-নির্বাচনে গ্রহণ হবে | এছাড়া ১৮টি রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ওই দিন  | আজ শনিবার বিকেল পাঁচটায় শেষ হল ভোটের প্রচার | ২৪ অক্টোবর ভোটের ফল ঘোষণা।

লোকসভা ভোটের পর ফের ভোট গ্রহণ হচ্ছে দেশের একাধিক রাজ্যে | আগামী সোমবার ২১ অক্টোবর বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা এই দুটি লোকসভা আসনেও উপ-নির্বাচনে গ্রহণ হবে | সমস্তীপুরের লোক জনশক্তি পার্টির সাংসদ রামচন্দ্র পাসওয়ানের মৃত্যুর কারণে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাতারা থেকে লোকসভার এনসিপি সাংসদ উদয়নরাজ ভোসলে পদত্যাগের কারণে এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ওই দিন ১৮টি রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে | যেগুলি হল কর্ণাটকের ১৫টি, উত্তরপ্রদেশে ১১টি, বিহারে পাঁচটি, গুজরাতে চারটি, মধ্যপ্রদেশে একটি, রাজস্থানে দুটি, পাঞ্জাবে চারটি, অসমে চারটি, কেরলে পাঁচটি, মেঘালয়ে একটি, ওডিশায় একটি, পুডুচেরি একটি , সিকিমে তিনটি, তামিলনাড়ুতে দুইটি, তেলেঙ্গানায় একটি, ছত্তিশগড়ে একটি, অরুণাচল প্রদেশে একটি এবং হিমাচলপ্রদেশের দুইটি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । উপনির্বাচনের ফলাফল ২৪ অক্টোবর জানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *