BRAKING NEWS

বেলজিয়ামের মাটিতে ভারতীয় হকির দাপট, স্প্যানিশ আর্মাডার বিরুদ্ধে জয়

এন্টওয়ার্প, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : বেলজিয়ামে ভারতীয় হকি দলের দাপুটে পারফরম্যান্স অব্যাহত। স্পেনের পর এবার স্প্যানিশ আর্মাডার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় তুলে নিল হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে আয়োজকদের বিরুদ্ধে ২-০ জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্পেনকে হাফডজন গোলে মাটি ধরিয়েছিল ‘মেন ইন ব্লু’। রবিবার তৃতীয় ম্যাচেও স্প্যানিশ আর্মাডার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় তুলে পেল। দ্বিতীয় ম্যাচের পর সিরিজের তৃতীয় ম্যাচেও জোড়া গোল এল ড্র্যাগফ্লিকার হরমনপ্রীতের স্টিক থেকে।

এন্টওয়ার্পে যদিও এদিন স্পেনের প্রারম্ভিক আক্রমণের সামনে পিছিয়ে পড়ে ভারতীয় দল। তিন মিনিটে ইগলেসিয়াস আলভারোর গোলে ম্যাচে এগিয়ে যায় স্পেন। কিন্তু প্রথম দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল সমতা ফেরাতে মাত্র দু’মিনিট সময় নেয়। ফিল্ড গোল থেকে ব্যবধান ১-১ করেন আকাশদীপ। বাকি সময়টা বল নিজেদের দখলে রেখে খেললেও প্রথম কোয়ার্টারে আর গোল পায়নি ভারতীয় দল। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ভারতের গোলের পথে বাধা হয়ে দাঁড়ান স্প্যানিশ গোলরক্ষক।

কামব্যাক ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে গিয়ে ব্যবধান ২-১ করেন দলের হাফব্যাক এসভি সুনীল। ডানপ্রান্তিক আক্রমণে বক্সে ঢুকে দুরন্ত স্ট্রাইকে বিপক্ষ গোলরক্ষক কুইকো কোর্টেসকে পরাস্ত করেন তিনি। ম্যাচে সমতা ফেরাতে স্পেন চেষ্টার ত্রুটি না রাখলেও সেই অর্থে কোনও সুযোগ তৈরি করে উঠতে পারেনি। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারতীয় দল। বিরতি থেকে ফিরে এসে তৃতীয় কোয়ার্টারে আরও দু’গোলের ব্যবধান বাড়িয়ে নেয় ভারতীয় দল। ৩৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড রামনদীপ সিং।

তবে ৫১ মিনিটে পঞ্চম গোলটিও পেনাল্টি কর্ণারেরই ফসল এবং গোলদাতা হিসেবে ম্যাচে দ্বিতীয়বারের জন্য স্কোরশিটে নাম তোলেন হরমনপ্রীত। তৃতীয় ম্যাচ ৫-১ ব্যবধানে জিতে সিরিজের চতুর্থ ম্যাচে মঙ্গলবার ফের আয়োজকদের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *