BRAKING NEWS

প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে ঠাকরে পরিবার, ওরলি থেকে লড়বেন উদ্ধব পুত্র আদিত্য

মুম্বই ৩০ সেপ্টেম্বর (হি.স.) : পাঁচ দশকের ইতিহাসে প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে ঠাকরে পরিবার | আসন্ন বিধান সভা নির্বাচেন ওরলি থেকে লড়বেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। ওই আসনের এমসিপি নেতা শচিন আহির কিছুদিন আগেই যোগ দিয়েছে শিবসেনায়৷ যার ফলে ওরলিতে আদিত্যর জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে৷

১৯৬৬ সালে শিবসেনা তৈরি করেন বাল ঠাকরে। সেই থেকে এতদিন পর্যন্ত ঠাকরে পরিবারের কোনও সদস্য নির্বাচনে অংশ নেননি। ঠাকরের পরিবারের সদস্যরা শুধু নির্বাচনে লড়াই করেননি এমনটা নয়, কোনও সাংবিধানিক পদেও কাজ করতে দেখা যায় নি তাঁদের পরিবারের সদস্যদের। পাঁচ দশকের ইতিহাসে প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে ঠাকরে পরিবার | আসন্ন বিধানসভা নির্বাচেন ওরলি থেকে লড়বেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। ওই আসনের এমসিপি নেতা শচিন আহির কিছুদিন আগেই যোগ দিয়েছে শিবসেনায়৷ যার ফলে ওরলিতে আদিত্যর জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে৷ যদি আদিত্য জয়ী হয়ে সেক্ষেত্রে একদিকে যেমন প্রথম ঠাকরে পরিবারের সদস্য নির্বাচনে লড়াই করবেন তেমনি প্রথমবারেই বাজিমাত করে ইতিহাস গড়ার পাশাপাশি সাংবিধানিক পদের দায়িত্ব সামলাবেন আদিত্য ।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে হবে বিধানসভা নির্বাচন৷ এই নির্বাচনে মহারাষ্ট্র বিধানসভা ভোটে ফের জোট বেঁধে ময়দানে নেমেছে বিজেপি ও শিবসেনা৷ সূত্রের খবর, দুই দলের মধ্যে আসন সমঝোতা শেষ হয়েছে৷ এবার ১৬৪ আসনে লড়তে চলেছে বিজেপি৷ শিবসেনা লড়বে ১২৪ আসনে৷ যদিও এখন দুদলের তরফ থেকে আসন বন্টন নিয়ে কোনওকিছুই ঘোষণা করা হয়নি৷তবে মঙ্গলবার দু দলের তরফ থেকে ঘোষণা করা হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *