BRAKING NEWS

বাবরি মসজিদ ধ্বংস মামলা : বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন কল্যাণ সিং

লখনউ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিং| বাবরি মসজিদ ধ্বংসের ফৌজদারি সংক্রান্ত মামলায় শুক্রবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং| এদিন তদন্তকারীদের মুখোমুখি হওয়ার প্রাক্কালে কল্যাণ সিং জানিয়েছেন, ‘সিবিআই আদালত আমাকে সমন পাঠিয়েছে| তাই হাজিরা দিতে যাচ্ছি| আদালতের প্রতি আমি সর্বদাই শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও শ্রদ্ধাশীল থাকব|’

গত সপ্তাহে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছিল, ২৭ সেপ্টেম্বর কল্যাণ সিংকে আদালতে পেশ করার জন্য| সেই মতো উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছিল সিবিআই| চলতি মাসেই রাজস্থানের রাজ্যপাল হিসেবে কল্যাণ সিংয়ের মেয়াদ শেষ হয়েছে| এরপর গত ৯ সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টিতে পুনরায় যোগ দেন কল্যাণ সিং|

প্রসঙ্গত, ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং| ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ| কল্যাণ সিং ছাড়াও বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তরা হলেন-লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী এবং মুরলী মনোহর যোশী প্রমুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *