আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ফের ত্রিপুরায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে, অভিযুক্তকে আড়াল করার ঘটনায় পুলিশের সন্দেহ বেড়েছে। তাই, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ওই নাবালিকার বাবার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী।
আজ আমতলি থানার ওসি জানান, গত পরশু গোপন সূত্রের খবরের ভিত্তিতে চারপাড়া ওই নাবালিকার বাড়িতে পুলিশ গিয়ে ধর্ষণের ঘটনা সম্পর্কে খোঁজ নেন। কিন্তু, ওইদিন নাবালিকার বাবা ওই বিষয়টি পুলিশের কাছে গোপন করেন। তবে, আজ তিনি এসে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। ওসি সুব্রত চক্রবর্তী বলেন, প্রকৃত ঘটনা নিয়ে সন্দেহ জন্মেছে। তাই, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ওই নাবালিকার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ওই নাবালিকার বাবা জানান, তার ১১ বছরের কন্যা ধর্ষণের শিকার হয়েছে। তার অভিযোগ, বাড়ির পাশে দোকানের মালিক তার মেয়েকে ধর্ষণ করেছে। তার দাবি, বেশ কয়েকদিন ধরে ওই দোকানের মালিক তার মেয়ের সাথে কুকর্ম করেছেন। কিন্তু তার মেয়ে এ-বিষয়ে বাড়িতে কিছুই জানায় নি। কিন্তু, কয়েকদিন ধরে তার শরীরে অস্থিরতা অনুভব করায় তাকে চাপ দিয়ে ধর্ষণের বিষয়ে জানতে পেরেছি। তিনি বলেন, নিশ্চিত না হয়ে পুলিশ অভিযোগ জানানো ঠিক হবে না, তাই ওই দিন পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কিছুই বলিনি। তার দাবি, গতকাল মেয়েকে ধমক দেওয়ায় সমস্ত সত্যি ঘটনা জানতে পেরেছি। তাই আজ ধর্ষণের মামলা করেছি।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে, পুলিশ প্রকৃত সত্য বের করে তবেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।